সারাদেশ
ঘোড়াঘাটে পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের আবিরেরপাড়া (মিশনপাড়া) গ্রামের মৃত নাতালিশ সরেন এর ছেলে খ্রীষ্টফার সরেনের মিশনপাড়া গ্রামে ৪১শতাংশ জমি যার জেএল নং ১০০, দাগ নং- ৬৯৮, খতিয়ান নং- ২৯২, ডিপি- ১৩০। ওই জমিতে সে মেহগণির গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ৩০ বছর পূর্বে রোপন করে রাখে। ওই জমির গাছগুলো একই গ্রামের মারিয়ামপুর মিশনের ইনচার্জ কেটে নেয়ার পায়তারা করলে খ্রীষ্টফার সরেন ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট গত ০১/২/২০২৩ তাং এ লিখিত অভিযোগ করে। এরপরেও শেষ রক্ষা হলো না। মারিয়ামপুর মিশনের ইনচার্জ গত ৪ঠা ফেব্রুয়ারী দিনভর দূর্বত্তদের লাগিয়ে দিয়ে খ্রীষ্টফার সরেনের ২লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
Comments