সারাদেশ
ঠাকুরগাঁওয়ে পিতার প্রাণ কেড়ে নিল ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যায় বাবা ছেলের মধ্যে বাক-বিতণ্ডতায় মাঝরাতে এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে নিজ বাবার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি গোলাম আজম।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কি কারনে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments