আইন-আদালত

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪জনের জরিমানা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানাগেছে, রবিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি আদেশ অমান্য করে আবাদি জমির মাটি কেটে বিক্রি যাহা দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার রাধানগর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সাঈদ আলীর পুত্র মোঃ হারুন ইসলাম(২৪) কে ১০০০/- টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন যাহা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে বলরামপুর ইউনিয়নের চামেশ^রী গ্রামের ফইজুলের পুত্র মোঃ আব্দুল মালেক (২৮) কে ২০০০/-টাকা এবং ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৫ লঙ্ঘনের অপরাধে বলরামপুর ইউনিয়নের চামেশ^রী গ্রামের চান্দু মোহাম্মদের পুত্র মোঃ মকছেদুর রহমান(৩৫) কে ৫০০/- টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। অপরদিকে একই দিনে বিকেলে প্রকাশ্যে ধুমপানের বিজ্ঞাপন প্রচার যাহা ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৫ লঙ্ঘনের অপরাধে আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামের উপেন্দ্রনাথের পুত্র বকুল চন্দ্র বর্মণ(৪০) কে ১৫০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম। ভ্রাম্যমান আদালত পরিচালনাার সময় আটোয়ারী থানা পুলিশ সহযোগিতা করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments