সারাদেশ

বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন ভূমি অফিসে খারিজে অয়িনম ও দূর্নীতি॥

বদরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন ভূমি অফিসে খারিজে অনিয়ম ও দূর্নীতি। আরএস মূল খতিয়ান ১৮৮ জমির পরিমান ৫৫ শতক থাকলেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শওকত আকবর ও অফিস সহায়ক শিরীন আক্তার একই দাগের জমি ৭০ শতকের খারিজ প্রদান করেন। ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোঃ হাসান আলীর পুত্র মোঃ রাশেদ আলী’র লিখিত অভিযোগে জানান, গত ০৮/০৪/২০১৯ ইং তারিখে এনালগ সিস্টেম নামজারি কেস নং- ওঢ-ও/১০৪১/১৮-১৯ আবেদন করেন। এর পর তহশীল অফিস হইতে সরেজমিনে তদন্ত করে তাকে ৫৫ শতক মধ্যে ১৫ শতক জমি সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাশেদুল হক খারিজ প্রদান করেন এবং ১৪২৯বাংলা হাল সন পর্যন্ত খাজনা প্রদান করেন।। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ৮নং রামনাথপুর ইউনিয়ন ভূমি অফিসের মৌজা কিসমত ঘাটাবিল, জে.এল নং-১৭, আর.এস খং নং- ১৮৮, হোল্ডিং নং- ১৮৯, দাগ নং- ৪৩৩, পরিমাণ- ৫৫ শতক। এর মধ্যে ১৮৮ খতিয়ান হতে ওঢ-ও/১০৪১/১৮-১৯ তারিখ- ০৮/০৪/২০১৯ খ্রি. ৪৩৩ দাগের মধ্যে ৫৫ মধ্যে ১৫ শতক নাম খারিজ হয়ে খতিয়ান ভুক্ত হয়। যার খং নং-১০৪৬, হোল্ডিং নং- ১০৩৫ রাশেদ আলী গং নামে ভুক্ত হয়। তাহলে ১৮৮ খতিয়ান (আরএস), জমির পরিমাণ দাঁড়ায় ৪৩৩ দাগে ৪০ শতাংশ। এবার ৪০ শতাংশ মধ্যে জনৈক রাবেয়া বসরী (রাবেয়া বাশরী), পিং- ইসলাম উদ্দিন, সাং- ধাপ হাজীপাড়া, রংপুর। হোল্ডিং নং- ৮৮৬, খারিজী খতিয়ান নং- ৮৮৫, দাগ নং- ৪৩৩, পরিমাণ- ৪০ এর মধ্যে ২৭। খারিজ কেস নং- ওঢ-ও/৩০৫/২২-২৩, তারিখ- ০৮/০৯/২০২২ খ্রি. ৪৩৩ দাগের হাল পরিমাণ দাঁড়ায় ১৩ শতক। উক্ত হাল পরিমান ১৩ মধ্যে ওঢ-ও/৩০৬/২২-২৩, তারিখ- ১৪/০৯/২০২২খ্রি. মালিক মোঃ আকরাম হোসেন, পিতা- শেখ সাদী, সাং- নতুন বাবুপাড়া, ৪৩৩ দাগে ১১ শতাংশ নাম খারিজ করে। যার হোল্ডিং নং-৮৮৮, খারিজী খতিয়ান নং- ৮৮৭। এখন বর্তমান ৪৩৩ দাগে ১৩ মধ্যে ১১ শতক জমি কর্তন হলে ঐ মূল হোল্ডিং ১৮৮ আরএস খতিয়ানে জমি থাকে ২ শতক। অফিস সহায়ক শিরীন আক্তার স্থানীয় ব্যক্তি ও প্রভাবশালী স্বামীর উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার সুবাদে তহশিলদারকে ইউ.এ.এল.ও প্রভাবিত করে বা চাপ প্রয়োগে ২ শতক এর পরিমানকে ৮৮৮ খারিজী খতিয়ানে হোল্ডিং নং- ৮৮৯ এ ৪৩৩ দাগের পরিমাণকে ওঢ-ও/৩০৭/২২-২৩ নং খারিজী খতিয়ানে তারিখ- ১৪/০৯/২০২২ খ্রি. পরিমাণ- ১৭ দেখান। মোছাঃ আদরী পারভেজ, পিতা- মৃত ইসলাম উদ্দিন, সাং কিসমত ঘাটাবিল, মোট সব খারিজী খতিয়ানের জমির পরিমাণ দেখায় ১৫+২৭+১১+১৭=৭০ শতাংশ। যাহা বিধি বহির্ভূত। বিষয়টি নিবন্ধন বই নং-২ বহিতে খতিয়ে দেখলে বা সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন মোঃ রাশেদ আলী। একজন অফিস সহায়ক সরকারি বিধি মোতাবেক সে নিজ উপজেলায় চাকুরী করতে পারেন না। কিন্তু তিনি নিজ উপজেলায়, নিজ ইউনিয়নের ভূমি অফিসে অফিস সহায়ক শিরিন আক্তার কর্মরত থেকে প্রভাব খাটিয়ে চাকুরি করছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ইউনিয় ভূমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments