আইন-আদালত

ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুলবাড়ীর অবৈধ ইট ভাটার দেড় লাখ টাকা জরিমানা।

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে এম আই বি নামে এক অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার জয়নগর মোড়ে এমআইবি ইট ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। সেইসাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ছামিউল আলম কুরশিসহ পরিবেশ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন মাষ্টার মেহেদি হাছানসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ছামিউল আলম কুরশি বলেন,পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়ায় অবৈধভাবে ভাটায় আগুন দিয়ে ইট পোড়ানোর অপরাধে এই জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিত ভাবে চলবে বলেও তিনি জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments