সারাদেশ
আটোয়ারীতে অভিভাবকদের সাথে শিক্ষদের মত বিনিময়
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ শিক্ষার মনোন্নয়নে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা করেছে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উক্ত বিদ্যালয়ের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ধজিবুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক তারা মোহন বর্মন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি হায়দার আলী বকুল, অভিভাবক মোঃ ইউসুফ আলী ( সাংবাদিক), আব্দুর রহমান, আব্দুল করিম , ফাহিমা বেগম প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ছাড়াও নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশনা অবহিত করণের লক্ষ্যেও বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষাথীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে ঘুরছে সে দিকেও অভিভাবকগণকে খেয়াল রাখতে হবে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
Comments