September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে সাংবাদিকতায় শুভেচ্ছা স্মারক পেলেন সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সাপ্তাহিক বজ্রকথা ও আন্তজার্তিক এসোসিয়াশন ফর সাউথ এশিয়া কালচার এন্ড লেটারেচার (এফসাকল) সংস্থা কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পেলেন দৈনিক খবর, দৈনিক আখিরা পত্রিকা পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব । মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকার সময় আন্তজার্তিক এসোসিয়াশন ফর সাউথ এশিয়া কালচার এন্ড লেটারেচার (এফসাকল) এর ৩ দিন ব্যাপি সম্মেলনের তৃতীয় দিন এপার বাংলা ওপার বাংলার কবিদের সাহিত্য ও সংস্কৃতি কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লবের হাতে সম্মাননা তুলে দিলেন ভারত মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের শ্রীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক ও এফসাকলের ভারতের কোডিনেটার হাফিজুর রহমান ও উত্তরসূরী পরিয়ে দিলেন ভারতের আসাম থেকে ইঞ্জিনিয়ার ও লেখক ললিত লোহার ।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন এম জি ফরহাদ, শিল্পী আলফি, মুন্না মিয়া, তৌফিক সহ ৬৯ ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ।
সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লব বলেন, আমার গুরু আমাকে তিল তিল করে বড় করেছেন, আমার বাবা গুরুর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে সম্পর্ক রয়েছে, আমার গুরুর শিক্ষা না থাকলে আমি আজ এতো দুরে আসতে পারতাম না, সামাজিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে নিউজ টোয়েন্টিফোর যেভাবে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। সমাজকে সুন্দর রাখতে হলে সবাইকে গণমাধ্যমকে সাহায্য করতে হবে। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাপ্তাহিক বজ্রকথা যেভাবে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। সমাজকে সুন্দর রাখতে হলে সবাইকে গণমাধ্যমকে সাহায্য করতে হবে। আমার তালিকারই সবার উপরের দিকে যার নাম থাকবে তিনি হলেন সাপ্তাহিক বজ্রকথা, বিকে টিভি এন্টারটেইনমেন্ট ও এফসাকল এর চেয়ারম্যান কবি সুলতান আহম্মেদ সোনা । কর্মজীবনের পুরোটা সময়ই কাটিয়েছেন নিজ এলাকায় দু'টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন, আমার দেখাতেই অসাধারণ দর্শন-জ্ঞানের অধিকারী তিনি, গুরু-শিষ্যের সম্পর্ক অটুট ছিলো ও আছে, এবং ধাকবে, ২০০০ সাল থেকে প্রায় দীর্ঘ ২৩ বছর ধরে কবি সুলতান আহম্মেদ সোনা ভাইয়ের সাথে আছি, আমার বাকি জীবন কবি সুলতান আহম্মেদ সোনা ভাইয়ের সাথে কাটাবো ইনশাআল্লাহ ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments