সারাদেশ

যশোরের মণিরামপুর রোহিতায় শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার রোহিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মিনহাজুল আবেদীনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেন। মিনহাজুল ঘরের ফ্যানের সাথে মাফলার জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। মিনহাজুল আবেদীন উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামের স্কুল শিক্ষক ফারুক হোসেনের ছেলে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৫-১৬ দিন আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের বাড়িতে আসেন। মিনহাজুল আবেদীন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। এদিকে খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ এদিন দুপুরে মিনহাজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, মিনহাজুল আবেদীনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন, অতি মেধাবী হওয়ায় রোবট নিয়ে কাজ করতে যেয়ে তিনি মানসিক রোগী হয়ে গেছেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার কথা বলেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার বাবা-মাকে সতর্ক করেছিলেন। এছাড়া পরিবারের সাথে তার কোন ঝগড়া-বিবাদ ছিল না।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments