সারাদেশ

রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ৬দিন ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু

উত্তম চক্রবর্তী,মণিরামপুর ৷৷ প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহর (৬দিন) ব্যাপী মহানামযজ্ঞ ২০তম বার্ষিক অনুষ্ঠান আগামী বাংলা ১লা ফাল্গুন (ইং ১৪ই ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত্রিতে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা ৩রা ফাল্গুন (ইং ১৬ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় শুভলগ্নে শ্রীমদভাগবত পাঠ ভাগবত অন্তে শুভ গন্ধাধিবাস অনুষ্ঠিত হবে। আধিবাস কীর্তন পরিবেশন করবেন রাধা রাণী সম্প্রদায়, রোহিতা, মণিরামপুর। বাংলা ৪ই ফাল্গুন (ইং ১৭ই ফেব্রুয়ারি) শুক্রবার অরুনোদয় ৫ই ফাল্গুন (২২ই ফেব্রুয়ারি) শুক্রবার থেকে ৫ই ফাল্গুন (ইং ১৮ই ফেব্রুয়ারি) শনিবার পর্যন্ত ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা ৬ই ফাল্গুন (ইং ১৯শে ফেব্রুয়ারি) রবিবার সকালে পদাবলী কীর্তন মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পদাবলী কীর্তন পরিবেশন করবেন তনুশ্রী চৌধুরী, মণিরামপুর, যশোর। সেবাচায শ্রীল অবারিত দাস বাবাজি মহারাজ, ওয়ারিয়া, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা। পদাবলী কীর্তন পরিবেশন করবেন তনুশ্রী চৌধুরী, মণিরামপুর, যশোর। মহানাম সুধা পরিবেশন করবেন সোনার গৌর সম্প্রদায় সাতক্ষীরা, কৃষ্ণ গোপাল সম্প্রদায় বাগেরহাট, রাই রসরাজ সম্প্রদায় বরিশাল, গৌর হরি সম্প্রদায় খুলনা, গোসাই সম্প্রদায় যশোর, রাধা রাণী সম্প্রদায় মণিরামপুর অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে মহাপ্রভুর ভোগ প্রসাদ দিতে ইচ্ছুক ভক্তবৃন্দ, নাম ও গোত্রসহ ৩০১ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন। সার্বিক পরিচালনা করবেন রাজগঞ্জ, নেংগুড়াহাট, রামপুর রাজবাড়ী, কোমলপুর, চালুয়াহাটি, ইচানী, গৌরীপুর, রন্তেশ্বরপুর, খালিয়া, সিংহের খাজুরা, লক্ষনপুর, ঝাঁপা, রামনাথপুর, হানুয়ার, হরিশপুর, রসুলপুর ও মোবারকপুর সহ রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশান ও দেবঙ্গনের সেবক বৃন্দ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments