রাজনীতি

রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের বিক্ষোভ মিছিল -সমাবেশ ও স্মারকলিপি পেশ

টিসিবির পারিবারিক কার্ডের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত দুঃস্থ ও গরীবদের সুবিধার আওতাভূক্ত করা,ভূমিহীনদের পুনর্বাসন,নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও রেশনের দাবিতে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের বিক্ষোভ মিছিল -সমাবেশ ও স্মারকলিপি পেশ। গতকাল ২৭ মার্চ ২০২২ সকাল ১১টায় টিসিবির পারিবারিক কার্ডের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত দুঃস্থ ও গরীবদের সুবিধার আওতাভূক্ত করা, ভূমিহীনদের পুনর্বাসন, ভোজ্যতেল-চাল-ডাল-আটা- চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ, শ্রমজীবী-গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন,রংপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক ও রংপুর সিটি মেয়র বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।রংপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা চানমিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন পুনর্বাসন আন্দোলনের নেতা, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,গোলজার হোসেন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন সরকার টিসিবির পারিবারিক সুবিধার নামে স্বল্পমূল্যে সামান্য কিছু পণ্য গরীব মানুষকে দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে গরীব জনগোষ্ঠীর একটা সামান্য অংশ এর সুবিধা পাচ্ছে।উপরন্তু টাকার বিনিময়ে দেওয়া এই সামান্য ত্রাণ নিয়েও চলছে দুর্নীতি ও স্বজনপ্রীতি।অভিযোগ উঠেছে কথিত জনপ্রতিনিধিরা তাদের আত্মীয়স্বজন ও পরিচিতদের মাঝে এই ত্রাণের কার্ড বিতরণ করেছে। নেতৃবৃন্দ আরও বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে,খাসজমিতে যারা কোনরকম মাথা গোঁজার ঠাই করেছে তাদেরকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে।হাইকোর্টের নির্দেশ অনুসারে পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করা যাবে না।এছাড়া কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছে কোন মানুষ গৃহহীন থাকবে না। তাই এইসব ভূমিহীন,গৃহহীন মানুষকে অবিলম্বে পুনর্বাসন করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে।অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমাতে হবে, মজুতদারদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা এবং সকল গরীব মানুষের জন্য আর্মিরেটে রেশনের ব্যবস্থা করতে হবে।অন্যথায় শ্রমজীবী, গরীব মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশ শেষে গৃহহীন ও টিসিবির পারিবারিক কার্পের সুবিধাবঞ্চিতদের তালিকাসহ স্মারকলিপি জেলা প্রশাসক এবং মেয়রকে প্রদান করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments