September 16, 2024
সারাদেশ

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে কোটি টাকার মাদক ধ্বংসের উদ্বোধন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী ২৯ বিজিবি সদরদপ্তরে কোটি টাকার মাদক ধ্বংশের উদ্বোধন। গতকাল রবিবার ২৯ বিজিবি সদর দপ্তরে কোটি টাকা মাদক ধ্বংসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ২৯ বিজিবির ধর্মীয় শিক্ষাক মোঃ মহসিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বক্তব্য শেষে প্রধান অতিথির হাতে ক্রেস তুলে দেন উত্তর পশ্চিম এর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদরদপ্তর রংপুর এর কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে, উত্তর পশ্চিম এর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদরদপ্তর রংপুর এর কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি)। এরপর মাদকের কুফলের উপর বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর (পিএসসি), চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর মোঃ মনিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের (ডিডি) মোঃ শাহ নেওয়াজ। সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মাদক ধ্বংশ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, স্থানীয় প্রতিনিধি, বিজিবি পদস্ত কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য অনুষ্ঠানটির ধ্বংস করন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (পিএসসি)। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments