সারাদেশ

রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরন

আনোয়ার হোসেন রংপুর ব্যুরো
রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব ও জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন এর যৌথ উদ্যোগে মিঠাপুকুর উপজেলার ১নং খোরাগাছ ইউনিয়নের রূপসী গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে প্রথমধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১নং খোরাগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ড রূপসী গ্রামে এবং দ্বিতীয় ধাপে সন্ধ্যার পরে রংপুর মহানগরীর ৩০ নং ওয়ার্ড বালাটারীতে কম্বল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব গভ: রেজি: ৯৮৭৩৬/১২ এর উদ্যোগে এবং রংপুর জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন এর ব্যক্তিগত সহযোগিতায়, রূপসী গ্রামে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এবং দ্বিতীয় ধাপে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা এবং সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি লি: এর যৌথ উদ্যোগে বালাটারী রেলগেট এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক স্বাধীন, রংপুর মহানগর শাখার সভাপতি সাংবাদিক রোস্তম আলী সরকার, জেলা শাখার সহ-সভাপতি দৈনিক গণকন্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান আতিক। যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নুর-ই রাব্বি, সাংগঠনিক সম্পাদক শাহীন মির্জা সুমন, কোষাধ্যক্ষ সাংবাদিক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম, সদস্য মো: আবু রায়হান, আকাশ চন্দ্র পাপ্পু প্রমুখ। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। শীতবস্ত্র বিতরণের পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক স্বাধীন বলেন, রংপুর জেলার ৮টি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছি। আমাদের সাধারণ সদস্যের খুদ্র প্রয়াসে আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বেশ কয়েকদিন যাবৎ ফান্ড ছিলনা বলে বেশ হতাশায় ছিলাম আমরা। পরে মাননীয় জেলা প্রশাসক রংপুর মহোদয় বিষয়টি জেনে ব্যক্তিগতভাবে আমাদেরকে সহযোগিতা করায় আজকে এই রূপসী গ্রামের সুবিধাবঞ্চিত হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতনিবারক হিসেবে কম্বল দিতে পারছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলেই, আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব জেলা ইউনিটকে আরো গতিশীল করবো এবং সেই সাথে জেলা ইউনিটের কর্মকান্ড বৃদ্ধি করবো। বাংলাদেশ প্রেসক্লাব সরকারিভাবে হোক বা দেশী-বিদেশী কোন বরাদ্দ আসলেই সবার আগে এই রূপসী গ্রামের খেটে খাওয়া মানুষের পাঁশে এসে দাড়াবো। রংপুর মহানগর শাখার সভাপতি সাংবাদিক রোস্তম আলী সরকার, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, তবে অনেকটা অশ্রুসিক্ত ও হয়েছি! কারণ এখানকার সাধারণ মানুষের জীবনমানের যে বর্ণনা শুনেছি সেটি বেশ হতাশার! আমি রংপুরের মানবিক জেলা প্রশাসক মহোদয়-কে অনুরোধ করবো সময় করে আসবেন এই রূপসী গ্রামে। জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আতিকুর রহমান আতিক বলেন, বাংলাদেশ প্রেসক্লাব জন্মলগ্ন থেকেই মানুষের জন্য, মানবতার জন্য, মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা আজ এই রূপসী গ্রামে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন মহোদয়কে। যিনি শীতার্ত অসহায় হতদরিদ্র রূপসী গ্রামের নাম শুনেই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা এই রূপসী গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষের সাথে কথা বলে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। যা আসলে অনাকাঙ্ক্ষিত ও বেশ হতাশার! সাম্প্রতিক সময়ে গণমানুষের কল্যাণে বাংলাদেশ সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতার কোন ছোঁয়া লাগেনি এই রূপসী-তে! এখানে আমরা দেখেছি ৮০ বছরের বৃদ্ধার কপালে এখনো মিলেনি বয়স্ক ভাতা। একই পরিবারে ৩ প্রতিবন্ধীর কেউ পায়নি সরকারি সুযোগ। কৃষক পরিবারের ৭ম শ্রেণীর শিক্ষার্থীর ক্যান্সার চিকিৎসার খরচ বহন করার স্বাধ্য নেই অভাবি পরিবারের।

সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজ আমরা একত্রিত হয়ে মানুষের জন্য কিছু একটা করতে পারছি এটা বড় আনন্দের ব্যাপার। আর ছাত্র জীবন থেকেই আমার একটা ইচ্ছে মানুষের জন্য কাজ করার। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হাত পেতে নেয়ার চাইতে, হাত উঁচিয়ে কিছু দিতে পারাটা আমার কাছে বরাবরই কল্যাণকর। ইনশাআল্লাহ বাংলাদেশ প্রেসক্লাবের সাথে এক হয়ে আগামীতেও কাজ করবো। সে সময় উপস্থিত ছিলেন সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি লি: সাধারণ সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, উপদেষ্টা মো: সাজ্জাদ হোসেন লাভলু, উপদেষ্টা আলী আজগর, খোকন, সাদিক প্রামাণিক প্রমুখ।

জেলা প্রশাসক রংপুর ড.চিত্রলেখা নাজনীন বলেন, সুন্দর পৃথিবীতে আমাদের বিচরণ মানুষ রুপে, অহংকার ভুলে গিয়ে সকলের সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments