September 20, 2024
সারাদেশ

পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের মিসকেসের চুড়ান্ত রায়ের কপি ৫ বছরপেরিয়ে গেলেও ভুক্তভোগী এখনো হাতে পায়নি ॥

পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি:
পার্বতীপুর উপজেলার ভূমি অফিসের মিসকেসের চুড়ান্ত রায়ের কপি ৫বছর পেরিয়ে গেলেও আবেদনকারী মোছাঃ মিনারা বেগম এখনো পাননি। পার্বতীপুর উপজেলার ০৯নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ সোলায়মান আলীর স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৬৫) এর অভিযোগ সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের গত ১৮/০২/২০২১৫ইং সালে প্রসেস নং-৯০, মিসকেস নং- ১৮১/১৪-১৫ এর নোটিশপ্রাপ্ত হন। ০৮/০৪/২০১৫ইং তারিখে সকাল ১০টায় ভূমি অফিসে শুনানীর জন্য তৎকালীন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করেন। সব প্রক্রিয়া শেষ করে গত ১৭/০৮/২০১৭ইং তারিখে মামলাটির চুড়ান্ত আদেশের জন্য গৃহীত হয়। এর পর আর কোন তারিখ প্রদান করা হয় নাই। অদ্যবধি ৫বছর ৫ম্সা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উক্ত মিসকেসের আদেশের কপি আবেদনকারীর হাতে পৌছায় নাই। এর মাঝেও আবেদনকারী স্বপ্রনোদিত হয়ে সহকারী কমিশনার ভুমি পার্বতীপুর ২৮/১২/২০২১ইং সালে একটি জাবেদা নকল পাওয়ার আবেদন করেন। তারপরেও আবার পরবর্তীতে ২০২২ইং সালে একটি জাবেদা নকলের আবেদন করেন। যাহার তারিখ- ১৩/১০/২০২২ইং। কিন্তু কেন ভুক্তভোগী অভিযোগকারী মিনারা বেগমকে সহকারী কমিশনার ভূমি অফিস পার্বতীপুর থেকে জাবেদা নকল ও আদেশের কপি দেয়া হচ্ছে না তা রহস্যজনক। এই বিষয়ে, ভূমি অফিসের জাবেদা নকল প্রদানকারী নিরঞ্জন কুমার এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান নথি খোজা হচ্ছে, নথি পাওয়া গেলে দেওয়া হবে। ৫ বছর ধরে নথি খুজছেন ঐ ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আর কতদিন গেলে ভুক্তভোগী মিনারা বেগম জাবেদা নকল ও আদেশের কপি পাবেন তার কোন নিশ্চয়তা নাই। তাকে দীর্ঘদিন ধরে ভূমি কর্মকর্তা কর্মচারীরা হয়রানি করছেন। এই ব্যাপারে ভুক্তভোগী মিনারা বেগম জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments