অপরাধ

পীরগঞ্জে ৫ম শ্রেণীর শিশু ধর্ষণের অভিযোগে ১ যুবক গ্রেফতার

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে ২ সন্তানের জনক সেলিম মিয়া (৩৫) নামের এক য্বুককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ধর্ষককে গ্রেফতার করার পর মামলা রুজু হয়। নখারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী শিশু রিতু মনি(১১)’র বাবা একই গ্রামের আবুল হোসেন বাদী হয়ে মামলাটি রুজু করেন। গতকাল সোমবার আদালতের মাধ্যমে ধর্ষক সেলিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি ওই দিন বিকেলে বাড়ি থেকে নিকটবর্তী দোকানে যাবার পথে নির্জন রাস্তায় একা পেয়ে কৌশলে পাশর্^বর্তী বাশ ঝাড়ে নিয়ে মুখ চেপে ধরে অভিযুক্ত সেলিম বলপুর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গেলে গ্রাম প্রতিবেশী এক ভাবি হাটা-চলার লক্ষণ দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে প্রকৃত ঘটনা প্রকাশ করে দেয়। পরে থানা পুলিশকে অবহিত করা হলে ধর্ষককে গ্রেফতারে সফল অভিযান চালায় পুলিশ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments