সারাদেশ

আটোয়ারীতে এক বৈঠকে সাত সভার সিদ্ধান্ত গ্রহণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বৈঠকে সাত সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা সমুহ হলো : (১) উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা, (২) উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, (৩) উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, (৪) উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা, (৫) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা,(৬) আটোয়ারী উপজেলায় স্কুল-কলেজগামী ছাত্রীদের সাইকেল প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের প্রস্তুতিমুলক সভা ও (৭) উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা। সভা সমুহ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বক্তারা বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি অনেকটা ভাল। তবে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আসছে না। বক্তারা আরো বলেন, ইদানিং সোনালী ব্যাংক আটোয়ারী শাখার সাথে স্থানীয় এক ব্যবসায়ীর প্রায় ১৬ লক্ষ টাকা লেনদেনের জটিলতা দেখা দিয়েছে। সোনালী ব্যাংক একটি সরকারি ব্যাংক, এ ব্যাংকে কোন সিসি ক্যামেরা নেই, এ যুগে বিষয়টি খুব লজ্জাজনক। ওই ব্যবসয়ীর সাথে ব্যাংকের কোন আঁতাত আছে কি না খতিয়ে দেখা দরকার। সভার উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের এক কর্মচারী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আটোয়ারী থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টিতে পুলিশের উল্লেখযোগ্য ভুমিকা লক্ষ্য করা যায়নি। এছাড়া অন্যান্য সভাগুলি পৃথক পৃথকভাবে আলোচনা করে কর্মসুচি গ্রহণ সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তসমুহ বাস্তবায়নে মুল কমিটি সহ উপ-কমিটি গঠন করা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম উপজেলার আইন-শৃংখলা রক্ষা সহ গৃহিত কর্মসুচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, পুলিশ,বিজিবি,ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ-মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments