সারাদেশ

সুনামগঞ্জে গাছে গাছে আগুন রাঙা শিমুল

শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা। সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে গাছে গাছে শোভা পাচ্ছে আগুন রাঙা ফুল। শিমুল ফুলের সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা।প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা। শিমুল গাছে শোভা পাচ্ছে আগুন রাঙা ফুল।
সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁঁওয়ের জয়নাল আবেদীন শিমুল বাগান চোখ জুড়াচ্ছে দর্শনার্থীদের। মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে যাদুকাটা নদীর তীরের এই শিমুল বাগান দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকেই।
বাগান মালিকের মেয়ে সেলিনা আবেদীন জানান, শিমুল বাগানটি এরইমধ্যে পরিচিতি পেয়েছে সারা দেশেই। পর্যটকদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে নেয়া হচ্ছে নানা পরিকল্পনা।
২০০২ সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন যাদুকাটা নদীর পাশে ৯৮ বিঘা জমিতে গড়ে তোলেন শিমুল বাগানটি। তার স্বপ্নের বাগানে শোভা পাচ্ছে ৩ হাজার শিমুল গাছ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments