সারাদেশ

হরিণাকুন্ডুতে গোপনে স্কুল কমিটি করতে গিয়ে গ্যাড়াকলে প্রধান শিক্ষক! কমিটি বাতিলের জন্য শিক্ষা বোর্ডে অভিযোগ!

ঝিনাইদহ-
প্রচার প্রচারণা ছাড়াই গোপনে স্কুল কমিটি গঠন করতে গিয়ে গ্যাড়াকলে পড়েছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন। এ ঘটনায় দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ ৫ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ যশোর শিক্ষা বোর্ডে কমিটি বাতিলের জন্য অভিযোগ করেছেন। অভিযোগ গ্রহন করে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। গোপনে কমিটি গঠনের খবর ফাঁস হয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রামের তিনটি গ্রুপে বিভক্ত হয়ে উত্তেজনা ছড়াচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, স্কুলের তিনটি পদে বানিজ্য করার জন্য প্রধান শিক্ষক অত্যান্ত গোপনে মহর আলী নামে এক ব্যক্তিকে সভাপতি প্রস্তাব করে যশোর শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠান। কমিটি গঠনের আগে কোন পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়নি। ব্যাপক প্রচারের জন্য তাছাড়া স্কুলের নোটিশ বোর্ডেও ঝুলানো হয়নি। প্রকাশ করা হয়নি খসড়া ভোটার তালিকা। প্রধান শিক্ষক জামাল উদ্দীন তার মনগড়া ব্যক্তিদের নিয়ে অত্যান্ত গোপনে কমিটি করেন। কমিটিতে প্রধান শিক্ষকের ভাইজিকে অভিভাবক সদস্য ও ছোট ভাইয়ের স্ত্রীকে সংরক্ষিত পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর জানতে পেরে দৌলতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ যশোর শিক্ষা বোর্ডে অভিযোগ করেন। তিনি বলেন, কিছু দিনের মধ্যেই কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়কসহ তিনটি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো পুরণে বানিজ্য করার জন্য প্রধান শিক্ষক জামাল উদ্দীন তার মনগড়া ব্যক্তিদের নিয়ে কমিটি করেছে। অথচ কমিটির অনেকেই জানেন না যে, তারা প্রধান শিক্ষকের করা স্কুল কমিটির সদস্য হয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দীন জানান, তিনি চাপে পড়ে এই কমিটি তৈরী করেছেন। তিনি কমিটি গঠনে কোন প্রচার প্রচারণা চালানো হয়নি স্বীকার করেন বলেন এখন বোর্ড কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবেন সেটাই হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments