অপরাধ

রংপুরে কনস্টেবল নিয়োগ লিখিত পরীক্ষায় ৯ জন ভূয়া পরিক্ষার্থী আটক”

রংপুরঃ বুধবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের Physical Endurance Test-এ কৃতকার্যদের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে লিখিত পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরু হলে পরীক্ষকগন ৭টি কক্ষ থেকে মোট নয়জন ভূয়া পরিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ রংপুরের কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলো ; দিনাজপুর জেলার জলেশ্বরীতলা গ্রামের রতন লালের পুত্র পিন্টু লাল, রংপুর জেলার কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়ার ইদ্রিস আলীর পুত্র তাজুল ইসলাম, রংপুরের কোতোয়ালী থানার গঞ্জিপুর অছিপাড়ার মোস্তাকিম আলীর পুত্র মোঃ জাকারিয়া রিপন, রংপুরের মিঠাপুকুর থানার চিথলী দক্ষিণপাড়া গ্রামের শাহ্ আলমের পুত্র মাহফুজার রহমান (১৯), রংপুরের পীরগঞ্জ উপজেলা হাসানপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাবের আলী, মিঠাপুকুর উপজেলার মেহেদী হাসানের পুত্র ফুয়াদ হাসান, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার তরুণী সরকারের পুত্র পরিমল সরকার, মিঠাপুকুর থানার হাতিমপুর গ্রামের গোলাম মোস্তফা বাটুলের পুত্র জিসান শেখ এবং পীরগঞ্জ থানার আসমতপুর গ্রামের খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ। আটককৃতদের ডিবি পুলিশ রংপুরের মাধ্যমে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বরে জানান কোতায়ারী থানার অফিসার ইনচার্জ।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments