সারাদেশ

পীরগঞ্জে ড. ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জন্মদিন উপলক্ষে প্রয়াতের কবরের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আ’লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ডেন্ট ক্যাপটেন শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠান এবং সুশীল সমাজের নের্তৃবৃন্দ। জন্মদিন উপলক্ষে ‘জয়সদন’ প্রাঙ্গনে উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ¦ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলার সভাপতি চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, উপজেলা আ’লীগের সদস্য ভিপি হারুন প্রমুখ।প্রয়াতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়। উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী পীরগঞ্জের ফতেপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবার আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে ওয়াজেদ মিয়া জন্ম নেন। তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments