সারাদেশ

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চূর্ণ ! চালক নিহত

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিক্সা চূর্ণবিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই আতাউর রহমান আতা (৪৫) নামের অটোরিক্সা চালক নিহত হয়েছে। তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার খাঁ পাড়া গ্রামের মোতারব হোসেনের ছেলে। ঘটনাটি পৌর সদরের মহিলা কলেজের উত্তর দিকে বেলার মাঠের কেচের মোড় অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ঘটেছে।
রেল স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার সময় রোয়ার খাঁ পাড়া গ্রাম থেকে ৪জন মহিলা যাত্রী নিয়ে পার্শ¦বর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে মিলাদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক আতাউর রহমান আতা (৪৫) রওনা হন। পথিমধ্যে পৌর সদরের মহিলা কলেজের উত্তর দিকে বেলার মাঠের কথিত কেচের মোড়ের সন্নিকটে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ১১ টা ২৫ মিনিটে অটোরিক্সার অগ্রভাগ রেললাইনের উপর উঠে উল্টে যায়। এসময় যাত্রিরা নেমে গেলে চালক রিক্সাটি উদ্ধারের চেষ্টা করে, এমন সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস (ট্রেন নং-৭৯৮) ট্রেনটি ধাক্কা দিলে অটোরিক্সাটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক আতাউর রহমান আতা নিহত হন। এ ঘটনায় অটোতে থাকা যাত্রিরা আহত হয়েছে।
অটোরিক্সাটির যাত্রি তানিয়া আক্তার বলেন, ‘আমারা মিলাদ খাওয়ার উদ্দেশ্যে খাদাইল গ্রামে যাওয়ার সময় আমাদের গাড়িটি রেল লাইনে উঠে উল্টে যায়। এসময় ট্রেন ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। আমার পায়ে আঘাত লেগেছে’।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসিবুর হাসান বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৮ নং ট্রেনের ধাক্কায় অটোরিক্সা চালক আতাউর রহমান আতা ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ১১ টা ২৫ মিনিটে ঘটে এবং ১১ টা ২৮ মিনিটে ট্রেন স্টেশন ত্যাগ করে। বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এতে ট্রেন বা লাইনের কোন ক্ষতি হয়নি’।
শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments