সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে কৃষককে সেচের পানি না দেওয়ায় ইরি-বোরো আবাদ থেকে বঞ্চিত ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার দৌলতপুর (গড় পিংলাই) জয়নগর গ্রামের মোঃ সামেদ আলীকে প্রতিপক্ষ আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে সেচের পানি না দেওয়ায় চলতি বছর জমি চাষাবাদ থেকে বঞ্চিত।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির গড়পিংলাই জয়নগর গ্রামের মৃত সুজারুদ্দীন আকন্দ এর পুত্র মোঃ সামেদ আলী (৫৫) এর গত ১৫/০২/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, গড়পিংলাই ঘোনাপাড়া গ্রামে মোঃ আফজাল হোসেন (৬২), পিতা- মৃত ছলিম উদ্দিন আকন্দ, মোঃ সুমন (৩৫), পিতা- মোঃ আফজাল হোসেন কে গত ০৩/০২/২০২৩ ইং তারিখে বিকেল ৪টায় মোঃ সামেদ আলী তার তফশীল বর্ণিত জমিতে ইরি চাষের জন্য পানি দেওয়ার কথা বললে সেচ মালিক মোঃ আফজাল হোসেন জমিতে পানি দিবে না মর্মে সামেদ আলীকে বলে দেন। সামেদ আলী পানি না পাওয়ায় তার জমিতে চাষাবাদ করতে পারছে না। তার প্রায় ২ একর জমি অনাবাদী পড়ে থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোঃ সামেদ আলী লিখিত অভিযোগও করেন। সেচের মালিক আফজাল হোসেন সামেদ আলীকে জমিতে পানি না দিয়ে তার কাছে জমি বিক্রি করতে বাধ্য করছেন। শেষ পর্যন্ত সামেদ আলী তার জমিতে সেচের পানি না পাওয়ায় নিজে জমিতে অগভীর নলকুপ বসার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেন তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এই মর্মে মোঃ সামেদ আলী গত ১৬/০২/২০২৩ ইং তারিখে সেচ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা বহুমুখী বরেন্দ্র কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ করেন। গত ১৭/০২/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয় যে, জমির মালিক কে প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে তার অগভীর নলকুপ থেকে পানি দিচ্ছে না। জমির মালিক মোঃ সামেদ আলী জানান, আমার জমির উপর দিয়ে পানি নিয়ে যাওয়ার ড্রেন ও রাস্তা নির্মাণ করেছে। অথচ আমাকে আফজাল হোসেন ইরি-বোরো ধান চাষে পানি দিচ্ছে না। এই ঘটনায় প্রতিপক্ষ মোঃ আফজাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে সামেদ আলী প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments