জাতীয়

স্পীকারের সাথে ব্রিটিশ কাউন্সিল ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাঃ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি'র সাথে আজ তাঁর কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স ও মঙ্গলদীপ ফাউন্ডেশন-এর ফাউন্ডিং চেয়ারপার্সন সারা যাকের সৌজন্য সাক্ষাৎ করেন।  
সাক্ষাৎকালে তাঁরা ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল), নারী উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য নিরসন, বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী নেতৃত্বের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশীয় উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। এসময় তিনি ছেলে ও মেয়ে উভয় সন্তানের ক্ষেত্রে পারিবারিক সকল সুযোগ সমভাবে প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।সারা যাকের বলেন, বাংলাদেশের নারীরাও আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এদেশের নারীদের বিজয়গাঁথা সর্বসমক্ষে তুলে ধরতে হবে।
ডেভিড নক্স বাংলাদেশের নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি'কে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল) এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান।        এসময় এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments