আইন-আদালত
সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে মেশিন জব্দ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুরে ঘাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি শ্যালো মেশিন জব্দ করেছে প্রশাসন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার খেয়াঘাট নামক স্থানে ঘাঘট নদীতে অভিযান পরিচালনা করা হয়। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান বলেন, পূর্ব অভিযোগের প্রেক্ষিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। থানার পুলিশ সদস্যসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কেউ বালু উত্তোলনের দায় স্বীকার করেনি। পরে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনটি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
Comments