স্বাস্থ্যসেবা

ছওয়াব'র হুইল চেয়ার উপহার পেল ৫০ জন প্রতিবন্ধী

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পাকেরহাটে বড় মাঠে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ছওয়াব'র পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়। ছওয়াব'র হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার এস.এম.রকি'র সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী ও ছওয়াবের ভলান্টিয়ার এবং সুধীজন।ছওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়েই ছওয়াব প্রতিষ্ঠিত হয়েছে। যাহা বর্তমানে সারা বাংলাদেশেই তাদের মানবিক কাজ পরিচালনা করছে। গুনগত শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন পদক্ষেপ সহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামা উপজেলার ৫০ জন অটিস্টিক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে ছওয়াব নামক এনজিও।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments