September 16, 2024
সারাদেশ

বীরগঞ্জের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বুধবার (২২ ফেব্রুয়ারি ২০২৩) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করতে তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ববাজারে টিকে থাকতে হলে নিজেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে একজন আদর্শ সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দলিল উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক নুর ইসলাম নূর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির পরিচালনা করেন শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়।
এদিকে শতগ্রাম ইউনিয়নে এলজিইডি’র বাস্তবায়নে নব নির্মিত শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাঙ্গালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন করেন এমপি গোপাল।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments