রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ শাখার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ দ্রব্যমুল্যের ক্রমাগত উদ্ধগতির প্রতিবাদে ও পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতকির্ত বিষয় সমুহ বাতিল শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতা মুলক করার দাবীতে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ প্রেস ক্লাব থেকে শুরু হয় পরে গুলশান মোড়ে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন সরকার, পীরগঞ্জ শাখার সভাপতি মাওলানা মো: বেলাল হোসেন। সাধারণ সম্পাদক: মাওলানা মো: মাখউদুর রহমান। দোয়া পরিচালনা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাবের চৌধুরী প্রমুখ।
Comments