সারাদেশ

ফুলবাড়ীতে প্রাণি সম্পদ প্রদর্শনী॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে প্রাণি সম্পদ প্রদর্শনী ও উদ্বোধন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্তরে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ মামুন ও গীতা পাঠ করেন সঞ্জয় শংকর রায়। প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠানের সদস্য সচিব ডা. রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা খাতুন, ফুলবাড়ী আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায়, ফুলবাড়ী ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া। উদ্বোধনী প্রদর্শণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারী সার্জেন ডাঃ নেয়ামত আলী। প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রাজাতির পশুপাখি খামারিরা এনে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরিশেষে দুটি খামারিকে পুরুষ্কার স্বরূপ চেক প্রদান করেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments