সারাদেশ

সুজানগরে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর গবাদি পশুর হাট মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যদেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা। অনুষ্ঠান পরিচালনা করেন, এফ এ মিজানুর রহমান। প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু,মহিষ,ঘোড়া, ছাগল,ভেড়া, কুকুর, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি ও গবাদি পশুর চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে ৩৪ টি স্টল অংশগ্রহণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments