সারাদেশ

পীরগঞ্জে অর্ধশত বছর ধরে ভোগ দখলীয় কোটি টাকার জমি দখলের চেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর গ্রামের হাজী নুরুল আমিনের পুত্র সন্তান না থাকায় প্রায় ৫৫ বছর যাবৎ ভোগ দখলীয় কোটি টাকার সম্পত্তিতে প্রতিপক্ষ প্রভাবশালী নেতাদের ইন্ধনে দফায় দফায় জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিগত ১৯৬৮ ইং সাল থেকে উপজেলার পৌর এলাকার সোনাকান্দর গ্রামে মৃত আজিম উদ্দিন একই গ্রামের মৃত রফিজ উদ্দিনের নিকট থেকে ৪টি দলিলে ৬১৩ দাগে ৭৯ শতক জমি কবলা করে তার একমাত্র পুত্র নুরুল আমিনের নামে দলিল সম্পাদন করেন। সংসার জীবনে নুরুল আমিন ৩ কন্যা সন্তানের জনক হন এবং আশপাশেই ৩ কন্যা সন্তানকে বিয়ে দেন। এরই মধ্যে নুরুল আমিন অসুস্থ হলে সে তার স্ত্রী রাহেলা বেগমকে উক্ত সম্পত্তিসহ আরো বেশ কিছু জমি লিখে দেন। সে সুবাদে রাহেলা বেগম ওই জমি তার ৩ কন্যাকে দলিল করে দেন। দীর্ঘ ৫৫ বছর যাবৎ উক্ত জমি নুরুল আমিন তার স্ত্রী ও মেয়েরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। সম্প্রতি রফিজ উদ্দিনের পুত্র শফি গংরা এলাকায় কতিপয়, টাউট ও পাতি নেতাদের ইন্ধনে ৩ কন্যার মূল্যবান সম্পত্তি কয়েক দফায় জবর দখলের চেষ্টা চালিয়ে থানা পুলিশের কারণে ব্যর্থ হয়। গত শনিবার ভোরে ওই জমিতে শফি গংরা ইট বালু ফেলে প্রাচীর ও ঘরবাড়ী নির্মাণের চেষ্টা করলে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে জবর দখলের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় প্রতিপক্ষের আঘাতে শামীম, মাহফুজারসহ কয়েকজন আহত হয়। এদিকে প্রতিপক্ষের লোকজন জমি দখলের চেষ্টা ব্যর্থ হলে সন্ধ্যায় নুরুল আমিনের ঘর-বাড়িতে হামলা চালিয়ে উপর্যুপুরি ইট পাটকেল নিক্ষেপ করে ঘরের জানালা-দরজার ক্ষতিসাধন করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments