সারাদেশ

মণিরামপুরের এড়েন্দা গ্রামে অবৈধভাবে জমি দখল, থানায় অভিযোগ

মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ  যশোরের মণিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামে অবৈধভাবে জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী ও দুষ্কৃতিকারী পক্ষ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন এড়েন্দা গ্রামের মৃত এলাহী বক্স সরদারের ছেলে ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ। গত ২৪ ফেব্রুয়ারি-২০২৩, শুক্রবার এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন- এড়েন্দা গ্রামের মৃত জিহাদ আলী মোড়লের ছেলে মোঃ মফিজুর রহমান (৪৫), মোঃ আজিজুর রহমান (৪২), মৃত এছের আলী মোড়লের ছেলে আনোয়ার হোসেন (৪৮), মৃত নুর আলী মোড়লের ছেলে মোঃ মোস্তাকিন (৪৭), মফিজুর রহমানের ছেলে মোঃ মোহিন হোসেন (২২), আজিজুর রহমানের ছেলে মোঃ বাবু হোসেন (২৩), মৃত আফতাব সরদারের ছেলে মোঃ মোঃ আতিয়ার রহমান (৫২), মোঃ আব্দুল মজিদ (৪৮), মোঃ আবু তালেব (৪৫), মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ শিমুল হোসেন (২৭), মোঃ সুমন হোসেন (২৩) এবং মৃত অমূল্য সরদারের ছেলে মোঃ লুৎফর রহমান (৪৯)। আব্দুল মজিদ, থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে অভিযোগ দাখিল করেছেন, তাতে উল্লেখ করেছেন- আমি ও আমার শরীকগণ বাগত ৩১/০১/২০২৩ ইং তারিখে শ্রী জীবন দত্তের নিকট ০৬নং এড়েন্দা মৌজার খতিয়ান নং- ৮৭৩, দাগ নং- ৪৪০, ৪৫২, ৪৫১ সর্বমোট ১২ শতক জমির মধ্যে থেকে ৬.৮৩ শতক জমি বিক্রয় পূর্বক কবলা দলিল সম্পাদন করে দিয়েছি এবং সার্ভেয়ার দ্বারা উক্ত জমির সীমানা নির্ধারণ করে দখলস্বত্ত্ব বুঝে দিয়েছি। কিন্তু উল্লেখিত অভিযুক্তরা গত ১৩/০১/২০২৩ ইং তারিখে আনুমানিক সাড়ে ৫টার সময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক আমার বিক্রিত এবং অবশিষ্ট জমি তাদের দখলে নেওয়ার জন্য অস্ত্র প্রদর্শন করে থাকে এবং তারা আমার জীবন নাশের হুমকি দিয়ে উক্ত জমির সীমানা খুঁটি ও নেট তুলে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেছেন- উক্ত জমিতে বিভিন্ন সবজি ও বনজ গাছ লাগানো ছিলো। সেগুলো কেটে দিয়ে নষ্ট করেছে। এতে প্রায় দেড় লক্ষ্য টাকার ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী আব্দুল মজিদ বলেছেন- অভিযুক্তরা- মাদক, নারী ও শিশু নির্যাতন, হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, দোকান ভাংচুর এবং নাশকতা মামলার আসামী। এরা এলাকার দুষ্কৃতিকারী প্রকৃতির মানুষ। ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন- থানা পুলিশের কাছ থেকে আশানরুপ সহযোগিতা পাওয়ার জন্য আমি অভিযোগ দায়ের করেছি। আশা করি থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments