খেলা

আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় চত্ত্বরে দিনব্যাপি বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় সাথে ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয় পরিচালনার এ্যাডহক কমিটির সভাপতি মোঃ রবিউজ্জামান (হীরা) ও প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ। সকল ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপি কর্মসুচির সমাপ্তি হয়। সমাপনি দিনে রবিউজ্জামান (হীরা)’র সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সিনিয়র সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আফতাবর রহমানের সহ ধর্মীনি মোছাঃ কহিনুর বেগম। আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ সহ ছাত্রীদের অভিভাবক মায়েরা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments