সারাদেশ

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শেখ রফিকুল ইসলাম

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অগ্রগামী ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শেখ রফিকুল ইসলাম বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন। তিনি শোষণমুক্ত,বিজ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে গড়ে তুলেছিলেন শিক্ষা ব্যবস্থা। আজ সেটি বাস্তবায়ন করেছে সরকার প্রধান। তাই বাস্তবমুখী শিক্ষা যা অসাম্প্রদায়িক বাংলাদশ গড়তে কাজে লাগবে এবং শিক্ষাকে সেবা হিসাবে কাজ করার ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments