সারাদেশ

পীরগঞ্জে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে এদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত এদের জেল হাজোতে প্রেরনের নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলো, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আসমা বেগম, হায়বারের ছেলে আনারুল ইসলাম ও টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের হাসেন আলীর স্ত্রী জামিলা বেগম। পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, প্রায় এক বছর পুর্বে বড় আলমপুর ইউনিয়নের পতœীচড়াা গ্রামের আব্দুল জলিলের কন্যা জাকিয়া জান্নাতের সাথে চৈত্রকোল ইউনিয়নের চকবরখোদা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জাকিয়া জান্নাতকে নানাভাবে নির্যাতন করে আসছে শরিফুলের পরিবার। গত বছরের ১৫ ডিসেম্বর যৌতুকের দাবিতে শরিফুলের বোন ভগ্নিপতি মিলে ওই বধুকে লোপাতাড়ী মারপিট করে। এতে সে মারাতœক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জাকিয়া জান্নাতকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে ২৫ ডিসেম্বর সে মারা যায়। এ ঘটনায় ৫ মার্চ গৃহবধুর বড় ভাই কবিরুল বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওসি জাকির হোসেন আরও জানান, মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments