সারাদেশ

বিরলে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালন

তাজুল ইসলাম, বিরল ( দিনাজপুর) প্রতিনিধি: অগ্নিঝড়া ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনাজপুরের বিরলে যথাযথ মর্যাদার সহিত দিবসটি পালন করা হয়েছে।
প্রথমে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে উপজেলা উপজেলা প্রশাসন ও আ.লীগের নেতৃবৃন্দগন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী অর্পণ শেষে উপজেলা প্রশাসন, আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠান এর পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধন্জলী অর্পণ করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ঐতিহাসিক ৭ মার্চ এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার।
উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, মুক্তিযদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রহমান আলী বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments