সারাদেশ

পীরগঞ্জে আদালতে বিচারাধীন জমি বে-দখলের চেষ্টা অত:পর (০৩) জন কে মারপিট করে গুরুতর আহত

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আদালতে বিচারাধীন জমি নিয়ে বে-দখলর উদ্দেশ্যে মারপিট করে ০৩জনকে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর পূর্বপাড়া গ্রামে ঘটেছে। থানায় এজাহারের বিবরণে জানা গেছে, মাদারগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক বিমল কুমার সরকার, জেলা: রংপুর, থানা পীরগঞ্জ মৌজা একবারপুর (পূর্বপাড়া) জে এল নং ২১৮, খতিয়ান নম্বর ২০৯, দাগ নং ৪৪৬ জমির পরিমান ১ একর ৩৭ শতকের মধ্যে ৫৫ শতক জমি পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। উক্ত জমির মালিকানা দাবি করে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে অতুল চন্দ্র সরকারের পুত্র প্রমোদ চন্দ্র সরকার ও তার দুই পুত্র প্রদীপ চন্দ্র সরকার ও দীপক চন্দ্র সরকারের নেতৃত্বে গত শনিবার অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী বিমল কুমার সরকারের ভোগ দখলীয় পুকুরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। এতে বাধা প্রদান করলে বিমল কুমার সরকার তার স্ত্রী মিনা রানী সরকার ও ছোট ভাই অধীর চন্দ্র সরকার কে এলোপাতারি ভাবে মারপিট করে গুরুতর আহত করে। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতাল ভর্তি করেন। এ ঘটনার জেরে বিমল কুমারের পুত্র হিমাশু কুমার সরকার মিন্টু বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৬জন কে আসামী করে এজাহার দিয়েছেন । এদিকে পরের দিন পীরগঞ্জ থানার এস আই আকতারুল ইসলাম ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান উভয় পক্ষের আদালতে মামলা চলমান। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করবে বলে জানান ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments