সারাদেশ

রংপুরে নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,রংপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। ঘরে বাইরে সর্বত্র নারী-শিশু নির্যাতন বন্ধ,সকল ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আজ ৮ মার্চ,বুধবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, রংপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সদস্য আলো বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা, বৃষ্টি রানী প্রমূখ। নেতৃবৃন্দ বলেন আন্তর্জাতিক নারী দিবসের চেতনা হলো নারীর প্রতি শোষণ,জুলুম,বঞ্চনা বন্ধের চেতনা।এই চেতনা ধারণ করে আজকের দিনে নারী আন্দোলনকে এগিয়ে নিতে হবে।মাদক,জুয়ার সাথে নারীদের নির্যাতনের বিষয়টি যুক্ত।তাই এসব বন্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।নাটক,সিনেমা,বিজ্ঞাপনে নারীদেহের অশ্লীল উপস্থাপন,ওয়াজ মাহফিলে নারীকে কেন্দ্র করে নোংরা,অরুচিকর মন্তব্য নারীর মর্যাদার পরিপন্থী। তাই আইন করে এসব বন্ধের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।এছাড়াও সম্পত্তিতে নারীর সমানাধিকারের দাবিসহ নারী বিরোধী সকল বিষয় নিয়ে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে সামনের দিনে যে আন্দোলন সংগ্রাম হবে সেখানে সকল নারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments