অপরাধ

বিরলে শশুড়ের বিরুদ্ধে পুত্রবধুকে যৌন হয়রানীর অভিযোগ

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে শশুড়ের বিরুদ্ধে পুত্রবধু ১ সন্তানের জননীকে যৌন হয়রানীর অভিযোগ ওঠেছে। ভুক্তভোগি সুষ্ঠ্য বিচারের আশায় স্থানীয় মাতব্বরদের দারে দারে ঘুরেও বিচার না পেয়ে অবঃশেষে ভুক্তভোগি বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানা গেছে।
জানা গেছে, বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর গ্রামের বালাপুকুর বটতলী এলাকার আব্দুল করিম ওরফে বুলু মোহাম্মদ এর ছেলে শরিফুল ইসলামের সহিত প্রায় সাত বছর পূর্বে সামাজিকভাবে একই উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের তহিদুল ইসলামের মেয়ে রহিমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামীসহ পরিবারের লোকজন কারনে অকারনে রহিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। একাধিকবার স্থানীয় ভাবে শালীস মিমংসাও হয়। স্বামী ও শশুড়-শাশুড়ীর নির্যাতন সহ্য করে স্বামীর সাথে ঘর সংসার করে আসছিল। তাদের দাম্পত্তজীবনে একটি ছেলে সন্তানের মা হন রহিমা বেগম। ছেলে রফিকুল ইসলাম রকি বয়স ৫ বছর। এরপরও নির্যাতনের মাত্রা দিনদিন বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্থায় শরিফুল স্ত্রী-সন্তানকে রেখে প্রায় ৫ মাস পুর্বে ঢাকায় চলে যায়। ঢাকা যাওয়ার পর হতে স্ত্রী রহিমার ও সন্তানের ভরন পোষন বন্ধ করে দেয়। ছেলে সন্তানের ভবিষ্যত চিন্তা স্বামী ও শশুড় বাড়ীর লোকজনের অসহীয় নির্যাতন সহ্য করে ঘর সংসার করে আসছিল রহিমা বেগম। ছেলে শরিফুল ইসলাম ঢাকা চলে যাওয়ার পর হতে পুত্রবধু রহিমার ক-ুদৃষ্টি পরে শশুড় আব্দুল করিম ওরফে বুলু মোহাম্মদের। পুতবধু রহিমার শশুড় বুলু মোহাম্মদ ৫ বছরের শিশু সন্তানসহ শাশুড়ীকে তাঁর জামাই বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে আর কোন লোক না থাকার সুবাদে বুলু মোহাম্মদ রাতে পুত্রবধু রহিমার শয়ন ঘরে ঢুকে যৌন হয়রানীর চেষ্ঠা করে। একাধিবার যৌন হয়রানীর চেষ্টা করলে পুত্রবধু রহিমা বেগম আশপাশের বাড়ির লোকজনদেরকে বিষয়টি অবগত করে। এ ঘটনা প্রকাশ করায় গত ২৮ ফেব্রুয়ারী পুত্রবধু রহিমাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় সুষ্ট্য বিচারের আশায় স্থানীয় মাতব্বরদের দারে দারে ঘুরেও সুষ্ঠ্য বিচার না পেয়ে অবঃশেষ ভুক্তভোগি রহিমা বেগম বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments