সারাদেশ

ফুলবাড়ীতে যমুনা নদীর জায়গা দখল হয়ে যাচ্ছে দেখার কেউ নেই ।

দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে যমুনা নদীর জায়গা দখল করে নিচ্ছে প্রভাবশালী মহল দেখার কেউ নেই । সরকার নদী রক্ষায় ও নদী খনন কল্প হাতে নিলেও দিনাজপুরের ফুলবাড়ী শহরের উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীটি খনন না করায় পূর্ব দিকে পলি মাটি জমে চর জেগে গেছে। নদীর ধারে যাদের বাড়ী ঘর রয়েছে তারা অনেকে প্রভাবশালী। সুযোগ বুঝে প্রভাবশালী ব্যাক্তিরা নদীর জায়গা দখল করে বাড়ী-ঘর নির্মান করছে। এভাবে যমুনা নদীর জায়গা দখল হয়ে গেলে নদী আর থাকবে না । নালায় পরিনত হয়ে গেছে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ী যমুনা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া নদীটি খনন না করায় নালায় পরিনত হয়ে। চর পরে এখন আর নদী নাই। ফুলবাড়ী যমুনা নদীটি এখন মরা নদী হিসেবে পরিনত হয়েছে। নদীটি খনন করা হলে সাড়া বছর নদীতে পানি ধরে থাকলে কৃষিতে উৎপাদন বাড়বে। কিন্তু কারো কোন খবর নেই এই নদীটি রক্ষার্থে। এখন আর এই নদী নদী নাই যার যার ইচ্ছা মতো জায়গা দখল করে বাড়ী ঘর নির্মান করছে। নদীতে নামার একসময় রাস্তা ছিলো। সেই রাস্তা বন্ধ করে প্রভাবশালীরা বাড়ী-ঘর নির্মান করে ফেলেছে । জনৈকো এক চৌধুরী স্বাধীনতার পর প্রভাব খাটিয়ে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে, সেই জায়গা দিয়ে রাস্তা ছিলো নদীতে নামার। জনসাধারন নদীতে নেমে গোসল করতো । হিন্দু-সম্প্রদায়ের পরিবারেরা প্রতি বছর সেখানে নেমে ঘাট পূজা করতো তাও তাদের নামার জায়গা টুকু নাই । সেখানে হিন্দ- সম্প্রদায়ের পূজা করার একটি মন্দির ছিলো। এখন সেই মন্দিরও সেখানে নেই। দখল করে নিয়েছে প্রভাবশালী চৌধুরীরা। হয়তবা আর এই নদীর জায়গা যারা দখল করে নিয়েছে উদ্ধার সম্ভব নয়। পরিবেশবাদীরা নদী রক্ষার্থে আন্দোলন করলেও তেমন কোন সাড়া মেলে না। হাতে গনা দেশের কয়েকটি নদীর পাড় উদ্ধারের অভিযান হলেও ফুলবাড়ীর যমুনা নদীর উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পাড় দখল কবে উদ্ধার হবে কেউ জানে না ? এ ব্যাপারে ফুলবাড়ী বাসী অতি দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments