সাহিত্য
পঞ্চগড়ে প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক শায়েদ শাফায়েত এর অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড় দেবীগঞ্জে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে "সাহিত্যের হিরম্ময় পথে আমরা" স্লোগানে নব্বই দশকের দুই বাংলার জনপ্রিয় কবি প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক শায়েদ শাফায়েত এর অকাল প্রয়াণে দেবীগঞ্জ সাহিত্য পরিষদ আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানের শুরুতে কবির স্মরনে উত্তরঙ্গ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি রাজ্জাক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও মেয়র আবু বক্কর সিদ্দিক আবু। এসময় উপস্থিত ছিলেন কবি শায়েদ শাফায়েত এর পিতা বীরমুক্তিযোদ্ধা আব্বাস আলী ও মাতা রওশন আরা বেগম এবং পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও ডোমার দেবীগঞ্জের কবি সাহিত্যিক গণ প্রমুখ। উল্লেখ্য চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি কবি শায়েদ শাফায়েত মৃত্যু বরণ করেন।
Comments