সারাদেশ

কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে । সাগর চন্দ্র (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগর নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। সে নেকমরদ থ্রী স্টার কোচিং সেন্টারের শিক্ষার্থী হিসাবে পিকনিকে গিয়ে ছিল।

গত শনিবার (১১ মার্চ) হাতিবান্ধা এলাকায় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত শনিবার নেকমরদ থ্রি স্টার কোচিং সেন্টার থেকে কোচিং
সেন্টারের কর্তৃপক্ষ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে নীলফামারীর ডিমলায় তিস্তার ডালিয়া ব্যারেজ এলাকায় পিকনিকে গিয়ে হাতিবান্ধা এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নদীতে ডুবে সাগরের মৃত্যু হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান নদীতে ডুবে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, ঘটনার দিন ওই ‘শিক্ষার্থীকে কোচিং সেন্টারের লোকজন উদ্ধার করে হাপাতালে নিয়ে গেলে সে মারা যায়। আমরা হাসপাতালে গিয়ে লাশ কোচিং সেন্টারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে রাণীশংকৈল থানা পুলিশ উপ-পরির্দশ মহসিন আলী মুঠোফোনে জানান এরকম কোন খবর আমরা পায়নি।

এ প্রসঙ্গে রাতোর ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে সাগর চন্দ্রের লাশ চিতাই দাহ করা হয়েছে। ওই কোচিং সেন্টারের পরিচালক খন্দকার ফারুকের সাথে সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি, অনুমতি ছাড়াই কোচিং সেন্টারের লোকজন কিভাবে পিকনিকে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments