সারাদেশ

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগ্নিকান্ডে পুড়ে গেছে গঁজিয়ে উঠা বনের বেশকিছু নতুন গাছপালা। ১৩মার্চ সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টায় বীরগঞ্জ পৌর শহরের হাটপুকুর সংলগ্ন এলাকায় অবস্থিত জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবন বিট কর্মকর্তা গদাধর রায় জানান, দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাশে শালবনে পড়ে থাকা পাতার স্তুপে আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনের কারণে বাগানে পড়ে থাকা পাতা ও গঁজিয়ে উঠা বেশকিছু নতুন গাছপালা পুড়ে গেলেও বড় ধরণের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বীরগঞ্জ শালবনটি মহাসড়কের পাশে হওয়ায় অজ্ঞাত পথচারীদের ছুড়ে ফেলা বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনার সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে বাগানের তেমন একটা ক্ষতি হয়নি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments