সারাদেশ

খানসামায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ‘তথ্য আপা'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের আওতায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ৫০ জন গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে তথ্য আপার ৬০ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা উম্মুল খায়ের মোছাঃ জাকিয়া খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নওশাদ, তথ্য সেবা সহকারী পলি রায় ও সবিতা রায় প্রমুখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments