সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শত্রুতামূলক প্রতিপক্ষরা ১২৫টি কলাগাছ কেটে ফেলে॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীর উপজেলার মোক্তারপুর ডাঙ্গাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শত্রুতামূলক প্রতিপক্ষরা মোঃ হাসানুজ্জামন এর ১২৫টি কলাগাছ কেটে ফেলে। গত ১৫/০৩/২০২৩ ইং তারিখে মোঃ হাসানুজ্জামান, পিতা: মোঃ মতিয়ার রহমান এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফুলবাড়ী আমলী আদালত দিনাজপুর এর দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় ১৪/০৩/২০২৩ ইং তারিখে বিলেক সাড়ে ৫টায় খয়েরবাড়ী ইউপির মুক্তারপুর মৌজার জেএল নং-৬৭, খতিয়ান নং-৮৭, দাগ নং- ৩৭৩ জমির পরিমান-৭৯ শতক মধ্যে ২৮ শতক জমি হাসানুজ্জামানের একই গ্রামের প্রতিপক্ষ মোঃ মেজবাহুল-(৩৭) পিতা- মৃতঃ মোজাফফর, মোঃ গোলাপ হোসেন (৩৮), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ আজিজুল (৪৫), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ সইদুল ইসলাম (৪২), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ মাহমুদ- (৩৯) পিতা- মৃতঃ মোজাফফর , মোঃ মাসুদ রানা (৪০) পিতা- মৃতঃ মোজাফফর, মোঃ মনজ্জুরুল ইসলাম, পিতা-মোঃ মৃতঃ মোজাফফর, মোঃ আনিসুর রহমান(৫৫), পিতা- মৃতঃ আবুল খায়ের।
তারা দলবদ্ধ হয়ে হাসানুজ্জামানের জমিতে গিয়ে হাসুয়া দিয়ে ১২৫ টি কলার গাছের কান্দি কেটে নিয়ে যায় যাহার মূল্য ৭৫ হাজার টাকা ফেলে দেন। এছাড়া ১২৫ টি কলার চারা কেটে ফেলে দেন আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। উক্ত জমি মোঃ হাসানুজ্জামান ফুলবাড়ী সহকারী জর্জ আদালত দিনাজপুর থেকে নিস্পত্তিকৃত ৪১/২০১৫ অন্য নম্বর মোকদ্দমায় গত ৩০/০১/২০২৩ ইং তারিখে রায় প্রদান করেন। রায় পাওয়ার পর উল্লেখ্য ব্যাক্তিরা একের পর এক ক্ষতি সাধন করছেন বলে মামলায় উল্লেখ্য করেন। এই ঘটনায় জমির মালিক মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে ৯ জন কে আসামি করে দিনাজপুর আদালতে মামলা দায়ের করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ মোঃ মেজবাহুল (৩৭) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের বিরুদ্ধে মোঃ হাসানুজ্জামান যে মামলা করেছে তা মিথ্যা, এই ঘটনার সাথে আমরা কেউ জরিত নই। বিরোধ পূর্ণ ওই জমি আমাদের।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments