সারাদেশ

বামজোটের হরতাল চলকালে আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 গতকাল চাল,ডাল,তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বামজোটের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়।হরতালের আগের দিন এবং হরতাল চলাকালে পুলিশ বামজোটের নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা চালিয়ে আহত করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করে।এর প্রতিবাদে বামজোট রংপুর জেলার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে কাচারি বাজারে শেষ হয়।এখানে অনুষ্ঠিত সমাবেশে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাস রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,গনসংহতি আন্দোলন রপুরের নেতা প্রত্যয়ী মিজান,সিপিবি রংপুর মহানগরের সদস্য সজীব পাল,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন শান্তিপূর্ণ হরতালে হামলা ও গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী রূপেরই বহিঃপ্রকাশ।আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।এছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনারও জোর দাবি জানাই।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments