September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জে ২টি অটো রাইস মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে অতিষ্ট জনজীবন! নষ্ট হচ্ছে উৎপাদিত ফসলী জমি

আব্দুল করিম সরকার পীরগঞ্জ (রংপুর) থেকে: রংপুরের পীরগঞ্জে নয়ামাদারগঞ্জ এলাকায় অবস্থিত ফাইভ স্টার এগ্রো ফুড (প্রাঃ) লিমিটেড ও হাসানপুর-মাদারগঞ্জ অটো-মেটিক ২টি রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া এবং মিলের উড়ে আসা তুষ ও গুড়া ছাইয়ে পরিবেশ দুষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশা পাশের মানুষ আক্রান্ত হচ্ছেন রোগ ব্যাধিতে। মিলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ছাই গুলো। যার ফলে উৎপাদিত জমির ফসল নষ্ট হচ্ছে। সরে জমিন ঘুরে দেখা গেছে, নয়া মাদারগঞ্জ সড়ক ঘেষে গড়ে উঠেছে রাইস মিল ২টি। টিনের ১টি ছোট ভাঙ্গা চিমনি দিয়ে বের হচ্ছে ওই মিলের বিষাক্ত কালো ধোঁয়া। সেই উড়ন্ত ছাই তুষ গুড়া গিয়ে পড়ছে আশেপাশে বাড়ী, ফসলী জমি ও রাস্তায়। হাসানপুর গ্রামের আবুল হোসেন (৫৫) বলেন অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়ীতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও গুড়া হাড়ি পাতিলে গিয়ে পড়ে। বাড়ী-ঘর, গাছপালা ও ফসলী জমি ছাইয়ের আবরণে কালো বর্ণ হয়ে হয়েছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ^াস কষ্ট, এ্যাজমা, চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। রওশনপুরের আলহাজ¦ শফিউজ্জামান (৬০) বলেন মিলের উড়ন্ত ছাইয়ের কারণে দীর্ঘদিন ধরে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মালিককে বললে তিনি বলেন আপনার ক্ষতি হলে আমার কি করার আছে। অভিযুক্ত ফাইভ স্টার এগ্রো ফুড (প্রাঃ) লিমিটেডের মালিক মাসুদ সরকার জানান, কিছু সমস্যা আছে তবে স্থানীয়দের সাথে কথা বলে তা দ্রুত নিরসন করবো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল জানান, অটো রাইস মিলের বর্জ্য গুলো ডোমজানা নদীতে যাচ্ছে। যেহেতু এলাকার পানি আয়রণ থাকায় ওই নদীতে গোসল ও দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই জনগণের সুবিধার্থে মিল ২টি বন্ধ করা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments