খেলা
পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

রংপুর পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
শাল্টি তরুণ সংঘের আয়োজনে খেলায় অংশ গ্রহন করেন মিঠাপুকুরের মকিমপুর ফুটবল একাডেমি ও বগুড়া পল্লীবন্ধু শিক্ষা প্রতিষ্ঠান (এম.ইউ.বি)। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈত্রকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরুন্নবী ইসলাম সুরুজ মিয়া, আব্দুর রহিম মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য মোসলেমা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় বিজয়ী বগুড়া পল্লীবন্ধু শিক্ষা প্রতিষ্ঠান (এম.ইউ.বি)কে একটি ৩২ ইঞ্চি এলএডি টেলিভিশন ও রানারআপ মকিমপুর ফুটবল একাডেমিকে একটি ছাগল খাসি প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন, মোহাম্মদ আলী।
Comments