সারাদেশ
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
দেবীগঞ্জ -বোদা মহাসড়কের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় শনিবার দুপুরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্য এর সিনিয়র স্ট্যাফ নার্স নিহত হয়।
নিহতের নাম কুমতি রানী রায় (৩০) স্বামী প্রীতিময় কুমার বর্মণ, বাড়ি উপজেলার পামুলি ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান জানান, কুমতি রানী দেবীগঞ্জ স্বাস্থ কমপ্লেক্যে দুপুর ১টা পর্যন্ত ডিউটিতে ছিল। ডিউটি শেষে সিএনজি যোগে গ্রামের বাড়ি পামুলি যাচ্ছিল। সিএনজিটি লক্ষীরহাট মহাসড়কে পৌছলে অপর দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নার্সের মৃত্যু হয়।
Comments