রাজনীতি

রংপুরে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার স্বাক্ষর সংগ্রহ অভিযান

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার স্বাক্ষর সংগ্রহ অভিযান। গতকাল ১৮ মার্চ ২০২৩ শনিবার আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বাসদ(মার্কসবাদী)রংপুর জেলার স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালিত হয়।স্বাক্ষর সংগ্রহ চলাকালে বাসদ(মার্কসবাদী) রপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন গুটিকয়েক ধনী মানুষের মুনাফার স্বার্থে চাল,ডাল,তেল, আটা বিদ্যুৎসহ সমস্ত জিনিসের মূল্য বাড়ানো হয়েছে।সমস্ত খাতে যে চুরি এবং লুটপাট চলছে তা বন্ধ না করে লুটপাটের ফলে তৈরি হওয়া ঘাটতি জিনিসের মূল্য বৃদ্ধি করে জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে।জনগণের যদি নিরব থাকে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।তাই বাঁচার জন্য সকল মানুষকে স্বাক্ষর প্রদা করে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে হবে।এছাড়া ভোট প্রদানের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিকে শক্তিশালী করতে সকল গণতন্ত্রমনা মানুষকে রাজপথের লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানানো হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments