সারাদেশ
পীরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের উদ্বোধন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ সম্প্রসারন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এখন পন্য ক্রয় করতে আর নগদ টাকার প্রয়োজন হবে না। শুধু মাত্র একটা ব্যাংকের অ্যাপ থাকলেই যথেষ্ট। অ্যাপে বাংলা কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংকের গ্রাহক পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইসলামী ব্যাংক লিঃ পীরগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রচারণার একযোগে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে জানানো হয় এত দিন একটি ব্যাংকের কিউআর কোডে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহক পেমেন্ট করতে পারতো। এখন এক ব্যাংকের কিউআর কোড থাকলে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন। প্রথম পর্যায়ে ১০টি ব্যাংক এ কার্যক্রমে যুক্ত হবে। দেশব্যাপী এ কার্যক্রম চলবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠানও এ সঙ্গে যুক্ত থাকবে। বাংলা কিউআর কোডে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এ উদ্যোগে যেসব ব্যাংক যুক্ত হয়েছে এগুলো হলো- ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক ও ওয়ান ব্যাংক। এ ছাড়া এমএফএস প্রতিষ্ঠান বিকাশ, এমক্যাশ, রকেট ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড, ভিসা ও অ্যামেক্স এ সেবায় যুক্ত হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে বাংলা কিউআর কোডের মাধ্যমেধধধ চা দোকান, হোটেল, মুদি দোকান, মুচিসহ ভাসমান বিক্রেতাদের কিউআর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করছেন গ্রাহক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের আওতায় শ্রমনির্ভর অতিক্ষুদ্র ভাসমান উদ্যোক্তা (চা বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা), বিভিন্ন প্রান্তিক পেশায় (মুচি, নাপিত, হকার) নিয়োজিত সেবা প্রদানকারীদের বিল গ্রহণ পদ্ধতিকে ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক করার উদ্দেশ্যে ব্যক্তিক রিটেইল হিসাব খোলা হচ্ছে। এ হিসাবের মাধ্যমে যেসব ব্যবসায়ী, তাঁদের ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করবেন, তারা মাইক্রো-মার্চেন্ট হিসেবে গণ্য হবেন বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) অধ্যাপক নুরুল আমীন রাজা, ইসলামী ব্যাংক লিঃ পীরগঞ্জ শাখার ব্যস্থাপক সৈয়দ আব্বাস হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Comments