সারাদেশ

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও'র প্রেস কনফারেন্স

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ‌ সোমবার সন্ধ্যায় হলরুমে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়। তিনি জানান, পীরগঞ্জ উপজেলায় ৪৯০ টি ভূমিহী ও গৃহহীন পরিবার পুনর্বাসনে বরাদ্দ হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ১০০ টি, দ্বিতীয় পর্যায়ে ১০৫ টি, তৃতীয় পর্যায়ে ১ম ধাপে ১২০ টি এবং ৩য় পর্যায়ের ২য় ধাপে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ৪৫ গৃহ হস্তান্তর করা হবে। এসব ঘরে দু'টি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার রয়েছে। এছাড়াও সকল পরিবারের জন্য বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। প্রত্যেক পরিবার কে জমির দলিল, নিবন্ধন ও নামজারী করে দেয়া হয়েছে। উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারীর খতিয়ানও হস্তান্তর করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments